বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস গুলো যা আম‍াদের জানা প্রয়োজন….

বাংলাদেশ একটি স্বাধীন দেশ । এ দেশের রয়েছে নজিস্ব কছিু উৎসব রয়েছে নজিস্ব কিছু দিবস।বাঙ্গালী হিসেবে এগুলো জানা আমাদের একান্ত কর্তব্য।

তাই নিচে বাংলাদেশের জাতীয় দিবস গুলো দেয়া হলোঃ

১। জাতীয় পতাকা উত্তোলন দিবস  – ২ মার্চ।

২। জাতীয় শিশু দিবস (বঙ্গবন্ধুর জন্ম দিন) –  ১৭ মার্চ।

৩। মুজিবনগর দিবস – ১৭ এপ্রিল।

৪।পলাশী দিবস –  ২৩ জুন।

৫। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস – ১ জুলাই।

৬। জাতীয় জন্ম নিবন্ধন দিবস – ৩ জুলাই।

৭। জাতীয় মূল্য সংযােজন কর (VAT) দিবস – ১০ জুলাই।

৮। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস – ৯ আগস্ট।

৯। জাতীয় শােক দিবস – ১৫ আগস্ট।

১০। জাতীয় আয়কর দিবস – ১৫ সেপ্টেম্বর।

১১। জাতীয় উৎপাদনশীলতা দিবস সংবিধান দিবস – ২ অক্টোবর।

১২। জাতীয় কৃষি দিবস – ১ অগ্রহায়ণ।

১৩। সংবিধান দিবস – ৪ নভেম্বর।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *