গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই ঈদে বাড়ি ফেরার প্রচেষ্টা।
দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা ঠেকাতে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে সরকার।পরিস্থিতির অবনতি হওয়াতে ঈদে বাড়ি না ফেরার আহ্বান জানিয়েছে সরকার।এবং ঈদে সরকারি ছুটি তিন দিন ঘোষনা করা হয়েছে।এর মধ্যে শুক্র ও শনিবার দুইদিন।
এছাড়া লকডাউনে দূরপাল্লার পরিবহন, ট্রেন, লঞ্চ বন্ধ ঘোষনা করা হয়েছে।কিন্তু সরকার বন্ধ করতে পারেনি জনগণের বাড়ি ফেরা।
দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় তারা বিভিন্ন মালবাহী গাড়িতে যাতায়াত করছে।