এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা হবে তিন বিষয়ের উপর।

করোনায় সাস্থবিধি মেনে এবারের এস.এস.সি ও এইচ.এস.সি এবং সমমানের পরীক্ষা হবে তিন বিষয়ের উপর।

গতকাল (২৬-৭-২০২১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা মহামারির জন্য ২০২১ সালের এস.এস.সি ও এইচ.এস.সি এবং সমমানের পরীক্ষায় শুধু গ্রপভিত্তিক তিনটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।এক্ষেত্রে পরীক্ষার সময় ও নম্বর হ্রাস করে পরীক্ষা নেওয়া হবে।

এবারের পরীক্ষায় আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ক্রমে জে.এস.সি ও এস.এস.সি এবং সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *