ম্যান অব দ্যা ম্যাচ ” ইফতি আহমেদ আলামিন”

খিলগাঁও,বনশ্রীতে অনুষ্ঠিত ‘বাপ্পি মাঠ ক্রিকেট টুর্নামেন্টের’ The musk vs Not out দলের ২য় রাউন্ডের খেলায় Not out দলের বিপক্ষে বিশাল ব্যাবধানে জয় পায় The musk দল।

দলের পক্ষে ম্যাচ জয়ে অসামান্য ক্রীড়াশৈলী উপস্থাপনসহ দলকে জয়লাভ করাতে সমর্থ করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন “ইফতি আহমেদ আলামিন” দলের পক্ষে তিনি (১) উইকেট সহ ৩০ বলে ৬৪ রান সংগ্রহ করেন।

জয়ের পর দেয়া এক প্রতিক্রিয়ায় “ইফতি আহমেদ আলামিন” বলেন দলের একজন সদস্য হিসেবে আমি সব সময় দলের পক্ষে জয় চাই।দলের অন্যান্য প্লেয়াররাও অনেক ভাল পারফর্ম করেছে।জয়ের এই ধারা অব্যাহত রাখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *